সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শেয়ারবাজারে পতন বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে পতন বেড়েছে লেনদেন

চলতি মাসের প্রথম দিন পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। দ্বিতীয় কার্যদিবসও পতনে শেষ হয়েছে লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে হাতবদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে  বেড়েছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৩৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১১ ও ১৮৫২ পয়েন্টে। ডিএসইতে ৫৩৯  কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫২৯ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে ১৪২টি বা ৪২.৩৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম  বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৫৯টি বা ৪৭.৪৬ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি বা ১০.১৪ শতাংশ  কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার তৃতীয় স্থানে রয়েছে বিবিএস  কেবলস।  লেনদেনে এরপর রয়েছে— ইন্ট্রাকো, নূরানী ডাইং, ড্রাগন  সোয়েটার, এসকে ট্রিমস, ফার্মা এইডস, ইনটেক এবং ভিএফএস থ্রেড ডাইং। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। সিএসইতে মোট ২৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সর্বশেষ খবর