সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেয়র আনিসুল হকের সম্মানে নামফলক

উদ্বোধন ৩০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রয়াত মেয়র আনিসুল হকের সম্মানে সাতরাস্তা মোড় থেকে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত সড়কটি মেয়র আনিসুল হকের নামে করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই রাস্তায় প্রয়াত মেয়র আনিসুল হকের নামে তৈরি করা হবে নামফলক। ইতিমধ্যেই নকশা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা বলেন, সিটি করপোরেশনের বোর্ড সভায় মেয়র আনিসুল হকের সম্মানে এই নামফলক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নকশা চূড়ান্ত করে প্রাথমিক কাজ শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর আনিসুল হকের মৃত্যুবার্ষিকীতে এই নামফলক উন্মোচন করা হবে। তিনি আরও বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি এই সড়কের গলার কাঁটা ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করেছেন। যার সুবিধা এখন ভোগ করছে নগরবাসী। তাই তাকে সম্মান জানাতে সড়কটি তার নামে করা হয়েছে। এখন সেখানে ফলক নির্মাণ করা হবে। সাতরাস্তার মোড় থেকে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত সড়কটিতে গড়ে উঠেছিল ট্রাকস্ট্যান্ড। বহু বছর ধরে প্রশাসন এই রাস্তা উদ্ধার করতে পারেনি। মেয়র আনিসুল হক সেই রাস্তা নগরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করেন। ২০১৫ সালের ডিসেম্বরে সড়কটি দখলমুক্ত করতে গিয়ে বিক্ষুব্ধ চালক ও শ্রমিকদের প্রচণ্ড ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। উদ্ধারের পর সংস্কার করে তিনি রাস্তাটির চেহারা বদলে দেন। প্রায় ১০০ ফুট চওড়া এই সড়কটি ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকাকে তেজগাঁও, মহাখালী এবং বনানী-গুলশান-নিকেতনের সঙ্গে যুক্ত করেছে। ফার্মগেট ও তেজগাঁও এলাকার অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট এবং কয়েকটি গণমাধ্যমের কার্যালয়সহ বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করেন।

সর্বশেষ খবর