সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাবিতে ছিনতাইয়ে জড়িত কর্মচারীর ছেলে

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত তিন সপ্তাহ ধরে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটে যাচ্ছে। ছিনতাইকারীদের ধরতে প্রতিদিন সন্ধ্যার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযান চালালেও কোনো ফলাফল পাওয়া যাচ্ছিল না।

এদিকে শনিবার রাতেও ছিনতাইয়ের কবলে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ নেতা। তবে এবার আর রক্ষা পাননি ছিনতাইকারীরা। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের কর্মচারী ওমর ফারুকের ছেলে প্রিন্স (১৬)। অপরজন হলেন- নগরীর সাগরপাড়া এলাকার মীর জাহানের ছেলে মমিনুল (২১)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরের টিকাপাড়া গোরস্থান এলাকা থেকে তাদের আটক করে মতিহার থানা পুলিশ। মতিহার থানার ওসি শাহাদাত হোসেন বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর