সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

জিন্নাতের চিকিৎসা দেশেই সম্ভব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জিন্নাতের চিকিৎসা দেশেই সম্ভব

সাড়ে সাত ফুট দৈহিক উচ্চতার সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের সবচেয়ে লম্বা ব্যক্তি জিন্নাত আলী। তিনি অ্যাক্রোগিগান্টিজম নামের হরমোনজনিত এক বিরল রোগে আক্রান্ত। এ রোগে আক্রান্ত রোগীর শরীরে ‘গ্রোথ হরমোন’ নামে এক ধরনের হরমোন নিঃসরণের ফলে শারীরিক উচ্চতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। তবে এ রোগের চিকিৎসা বাংলাদেশেই সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগে চিকিৎসাধীন জিন্নাত আলীর রোগ ও তার চিকিৎসা সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া, হাসপাতাল-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল-হারুন, নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোশাররফ হোসেন, এন্ডোক্রাইনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম প্রমুখ।

সর্বশেষ খবর