সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢাকা চিড়িয়াখানায় টিকিটের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার টিকিটের দাম ২০ টাকা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। এছাড়া চিড়িয়াখানার  সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় ভিতরে থাকা দুটি পিকনিক স্পটও বন্ধ করে দিয়েছে জাতীয় চিড়িয়াখানার উপদেষ্টা কমিটি।

গতকাল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সভাপতিত্বে উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় চিড়িয়াখানায় প্রবেশের ফি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। চিড়িয়াখানার সৌন্দর্য ও পরিবেশ রক্ষার স্বার্থে চিড়িয়াখানায় ভাড়ায় পিকনিক করার সুযোগ বাতিল করে পিকনিক স্পটগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সভায় চিড়িয়াখানার বাইরে গাড়ি পার্কিংয়ের ফি বাড়ানোর সিদ্ধান্তসহ রিকশা, ভ্যান, বাইসাইকেলের প্রচলিত পার্কিং পদ্ধতি বাতিল করে ১১৫টি কার ও ১০টি মিনিবাসের জন্য একটি বর্ধিত বহিঃপার্কিং নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। চিড়িয়াখানার পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ায় সেখানকার লেকে টিকিট কেটে বড়শিতে মাছ মারা বন্ধ অথবা তা সীমিত করতেও পরামর্শ দিয়েছে উপদেষ্টা কমিটি।

সর্বশেষ খবর