সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
চট্টগ্রামে সম্প্রীতি সমাবেশ

মুক্তিযুদ্ধের শক্তিকে বিজয়ী করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সম্প্র্রীতির ডাক দেওয়া হয়েছে চট্টগ্রামের ‘সম্প্রীতি সমাবেশ’ থেকে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত সমাবেশটিতে বক্তারা দেশের সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে আসন্ন জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের প্রগতিশীল উদারনৈতিক শক্তিকে পুনরায় বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।

‘সম্প্রীতি বাংলাদেশ’র উদ্যোগে এ সমাবেশ বিশিষ্ট নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলিক সভাপতি সৈয়দ লকিয়তুল্লাহ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম শাখার সভাপতি অঞ্চল চৌধুরী, প্রফেসর রীতা দত্ত, ড. আনোয়ারা আলম, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, শিশুসাহিত্যিক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রউফ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন আবৃত্তিকার মিলি চৌধুরী ও মুজাহিদুল ইসলাম প্রমুখ। আলোচনায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে উন্নয়নের পথেই হাঁটতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন কওমি আলেমদের শোকরানা মাহফিল থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে আলেম ওলামা কর্তৃক নারী নেতৃত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা নেতৃত্ব বিশ্ব স্বীকৃত। তাঁর নেতৃত্বের শক্তি জাতিকে এগিয়ে নিয়ে যাবে। 

সর্বশেষ খবর