মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পারিবারিক সহিংসতা বাড়ছে চট্টগ্রামে

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

পারিবারিক সহিংসতা বাড়ছে চট্টগ্রামে

পারিবারিক সহিংসতা বাড়ছে চট্টগ্রামে। কখনো স্বামীর হাতে খুন হচ্ছেন স্ত্রী। কখনো পরিবারের ঘনিষ্ঠদের হাতেও ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। যার অন্যতম শিকার হচ্ছে নারী ও শিশু। সংশ্লিষ্টদের মতে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাওয়াসহ নানা কারণে চট্টগ্রামে বেড়েছে এসব সহিংসতা। প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, সামাজিক অস্থিরতা, স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহ প্রবণতা এবং দ্রুত সমাজ পরিবর্তনের ফলে মানুষের মধ্যে সহনশীলতা দিন দিন লোভ পাচ্ছে। এসব কারণে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের ফাটল সৃষ্টি হচ্ছে। ফলে দিন দিন পারিবারিক সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। ঘটছে খুনের মতো ঘটনা। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এবং জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, চট্টগ্রাম রেঞ্জ ও জেলায় বিগত যে কোনো সময়ের চেয়ে পারিবারিক সহিংসতা বেড়েছে। এ সহিংসতার মূল শিকার হচ্ছে নারী। গত অক্টোবর মাসে নগরীর বিভিন্ন থানা এলাকায় খুন ও নারী নির্যাতনের অভিযোগে প্রায় অর্ধশত মামলা দায়ের হয়। সেপ্টেম্বর মাসে সিএমপি’তে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয় ৪৩টি, চট্টগ্রাম রেঞ্জে মামলা রেকর্ড হয় ১৯৭টি। আগস্ট মাসে সিএমপিতে যা ছিল ৪০টি এবং চট্টগ্রাম রেঞ্জে ১৮১টি। এ ছাড়া জুলাই মাসে সিএমপিতে ৪৪টি, রেঞ্জে ২১২টি।

সিএমপি কমিশনার মাহবুবুর রহমান বলেন, ‘পারিবারিক সহিংসতাগুলো ঘরের অভ্যন্তরে হয় বলে তা আগে থেকে রোধ করা সম্ভব হয় না। তবে কোনো ঘটনার সংগঠিত হওয়ার পর আসামিদের গ্রেফতার ও শাস্তি হলে তার একটা প্রভাব পড়ে সমাজে।’ সিএমপি’র এক কর্মকর্তা বলেন, যে পরিমাণ পারিবারিক নির্যাতনের ঘটনায় মামলা দায়ের হয় তার চেয়ে কয়েকগুণ বেশি ঘটনা ঘটে। কিন্তু সামাজিক ও পারিবারিক চাপের কারণে অনেক ঘটনা প্রকাশ হয় না। হত্যাকাণ্ড কিংবা বড় ধরনের আঘাত হলে তখন মামলা দায়ের হয়।

সর্বশেষ খবর