মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

অর্থনৈতিক ও সাইবার অপরাধ বাড়ছে

—————— আইজিপি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বর্তমানে প্রচলিত অপরাধের পাশাপাশি অর্থনৈতিক অপরাধ ও সাইবার অপরাধ বাড়ছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় গোয়েন্দা কার্যক্রমে পুলিশ সদস্যদের প্রশিক্ষিত করার বিকল্প নেই। স্কুল অব ইনটেলিজেন্স এ ক্ষেত্রে দক্ষ পুলিশ সদস্য তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গতকাল বিকালে রাজধানীর উত্তরায় স্পেশাল ব্রাঞ্চের স্কুল অব ইনটেলিজেন্সের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি     এসব কথা বলেন। আইজিপি বলেন, দক্ষ জনবল বৃদ্ধিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। স্পেশাল ব্রাঞ্চ (এসবি) সবচেয়ে পুরনো গোয়েন্দা সংস্থা। এসবির সক্ষমতা বাড়ানোর বড় জায়গা হলো যথাযথ প্রশিক্ষণ। আর ইমিগ্রেশন অফিসারদের প্রশিক্ষণসহ অন্যান্য ক্ষেত্রে গোয়েন্দা প্রশিক্ষণে বিশ্বমানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে স্কুল অব ইনটেলিজেন্স এরই মধ্যে সক্ষমতা অর্জন করেছে। গোয়েন্দা তথ্য সংগ্রহে দক্ষ ও পেশাদার পুলিশ সদস্য তৈরির ক্ষেত্রে একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান স্কুল অব ইনটেলিজেন্স।

 

সর্বশেষ খবর