মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সরকারের পরিকল্পনায় মইনুলের ওপর হামলা

——— জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, আদালতের ভিতরে ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর সরকারের পরিকল্পনায় হামলা হয়েছে। সরকারের ইন্ধন ছাড়া ও আইনশৃঙ্খলা বাহিনীর সায় ছাড়া এ হামলা করা হয়নি। গতকাল সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জয়নুল আবেদীন বলেন, জামিনযোগ্য মামলায় মইনুলকে জামিন দেওয়া হয়নি। তিনি কি জঙ্গি মামলায় গ্রেফতার? তাকে কেন হেলমেট পরিয়ে আদালতে নেওয়া হয়েছে। তিনি বলেন, এ হামলা শুধু মইনুল হোসেনের ওপর নয়, সব আইনজীবীদের ওপর। সংবিধানের অভিভাবক হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত। এ ঘটনায় প্রধান বিচারপতিকে অনুরোধ করব, আমরা দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী। সর্বোচ্চ আদালতের আইনজীবীদের মান রক্ষা করার দায়িত্ব আপনার। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি মইনুল হোসেনের ওপর যে অত্যাচার করা হয়েছে সে অত্যাচার আমাদের সবার ওপর করা হয়েছে। বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে আপনাকে অনুরোধ করব মইনুল হোসেনের ওপর যে হামলা হয়েছে অবিলম্বে রেজিস্ট্রারের মাধ্যমে তার তদন্ত করুন। তিনি বলেন, মানহানির মামলায় জামিন পাওয়া আসামির অধিকার। মইনুলকে জামিন না দিয়ে ম্যাজিস্ট্রেট অসদাচরণ করেছেন। আমরা এর বিচার চাই। আমরা চাই সবার ওপর সমভাবে বিচার করা হোক। মইনুল হোসেনের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সারা দেশের আইনজীবী সমিতিতে আজ অবস্থান ধর্মঘট পালনের কর্মসূচি ঘোষণা করেন।

সর্বশেষ খবর