মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চিরনিদ্রায় শায়িত তরিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

যশোরের কারবালা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। গতকাল বাদ আসর যশোরের ঈদগাহ মাঠে চতুর্থ এবং কারবালা প্রাঙ্গণে পঞ্চম ও শেষ নামাজে জানাজার পর বিকাল ৫টার দিকে তার লাশ সমাহিত করা হয়। সাবেক এই মন্ত্রী ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে বৃহত্তর যশোর, খুলনাসহ সমগ্র দেশের জাতীয়তাবাদী রাজনীতিতে শোকের ছায়া নেমে আসে। এ উপলক্ষে বিএনপি সোমবার দেশব্যাপী এক দিনের শোক কর্মসূচি    পালন করে। দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনসহ কালো ব্যাজ ধারণ করেন নেতা-কর্মীরা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় নামাজে জানাজার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে ও দলের দুঃসময়ে তরিকুল ইসলামের চলে যাওয়া দল ও জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপস করেননি। দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা ৭ মিনিটে। এ জানাজা নামাজের প্রাক্কালে দল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাদের প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার লাশ নেওয়া হয়। সেখানে তৃতীয় নামাজে জানাজা শেষে লাশ নেওয়া হয় নিজের আবাসস্থল যশোরে। বিকালে লাশ বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত রবিবার বিকাল ৫টার দিকে রাজধানীর এ্যাপোলো হসিপটালেস চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তরিকুল ইসলাম। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

সর্বশেষ খবর