মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কেউ ঘুষ চাইলে বলবেন ব্যবস্থা নেব

----------------- শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কোনো রকম ঘুষ ছাড়া গরিব মেধাবীদের চাকরির ব্যবস্থা করতে নির্দেশ দিলেন  নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। প্রার্থীদের ডেকে নিয়ে শামীম ওসমান বলেছেন, ‘কাউকে কোনো টাকা দেবেন না। এটা শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা চান, প্রত্যেকটি সামর্থ্যহীন পরিবার চাকরি পাক। কেউ যদি আপনাদের কাছ থেকে কোনো প্রকার টাকা-পয়সা চাকরি হওয়ার পর বা আগে নিয়ে থাকে আমাকে জানান। তার নাম বলুন, আমি ব্যবস্থা নেব। আপনারা যাতে কোনো রকম ঘুষ ছাড়া চাকরি পান সে নিশ্চয়তা আমি দিচ্ছি। গতকাল বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রাইমারি স্কুলে দফতরি পদে নিয়োগ প্রত্যাশীদের উপজেলায় তার অস্থায়ী কার্যালয়ে ডেকে নিয়ে এভাবেই অভয় দেন তিনি। প্রার্থীরা সাংবাদিকদের কাছে এ তথ্য প্রকাশ করেন। গাজী নামে এক প্রার্থী জানান, আমার বাবা রিকশাচালক। আমি ভেবেছিলাম এ চাকরি নিতে ঘুষ দিতে হবে। কিন্তু সংসদ সদস্য শামীম ওসমান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘বাবারা ঘুষ দিয়ে চাকরি কর না, এই সরকার তোমাদের মতো গরিব শিক্ষার্থীদের বেকারত্ব লাঘবে কাজ করে যাচ্ছে। তোমরা তোমাদের সিদ্ধান্তে অটল থেক। কেউ যদি প্রকাশ্যে বলতে না পার তাহলে গোপনে আমাকে জানাইও। আমি ব্যবস্থা নেব। প্রার্থীরা আরও বলেন, দেশের প্রত্যেকটি জেলায় এমন সংসদ সদস্য প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা ও ভাইস চেয়ারম্যান আজাদ বিশ্বাস প্রমুখ।

সর্বশেষ খবর