বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পিরোজপুরের সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ

মানবতাবিরোধী অপরাধের বিচার

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পিরোজপুরের ভাণ্ডারিয়ার আবদুল মান্নান ওরফে মান্নানসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। গতকাল রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান সাংবাদিকদের এ তথ্য জানান। আসামিরা হলেন— উপজেলার  হেতালিয়া গ্রামের আবদুল মান্নান হাওলাদার ওরফে মান্নান ডিলার, আজহার আলী হাওলাদার ওরফে আজু মুন্সী, আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার ও মো. মহারাজ হাওলাদার ওরফে হাত কাটা মহারাজ। তারা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আসামিদের বিরুদ্ধে অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা, গণহতার অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। এই চার অভিযোগে ২৪ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, গুলিতে তিন ব্যক্তি ও এক নারীর স্তনে গুরুতর জখমের ঘটনা রয়েছে। সাত আসামির মধ্যে গ্রেফতারের পর তদন্তকালে আসামি মো. ফজলুল হক হাওলাদার মারা গেছেন। দুই আসামি এখনো পলাতক।

এ মামলার তদন্ত শুরু হয় ২০১৬ সালের ১২ আগস্ট। তদন্ত কর্মকর্তা ও জব্দ তালিকার সাক্ষীসহ এ মামলায় সাক্ষী করা হয়েছে ৪২ জনকে। তদন্ত চলাকালে ৩৩ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। প্রতিবেদন উল্লেখ করে আবদুল হান্নান খান বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আসামিরা কনভেনশন মুসলিম লীগ করতেন। স্বাধীনতার পর থেকে তারা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

সর্বশেষ খবর