বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ

——— পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

সকল শ্রেণির মানুষের অক্লান্ত পরিশ্রমে আমাদের দেশের অর্থনীতি অসাধারণ গতিতে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্ব। মানুষের অক্লান্ত পরিশ্রম ও প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। ২০০১-০৬ সময়কালে আমাদের জিডিপির প্রবৃদ্ধি ছিল গড়ে ৫.৪০ শতাংশ। গত ১০ বছর গড়ে ৬.৭১ শতাংশ হারে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। স্বাধীনতার পর অর্থনীতির আকার ১০০ বিলিয়ন ডলারে উন্নীত হতে ৩৮ বছর লেগেছে। আর মাত্র সাত বছরে তা দ্বিগুণ হয়ে ২০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। সরকারি বিনিয়োগ জিডিপির ৫.৬ থেকে ৮.২ শতাংশে উন্নীত হয়েছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল কুমিল্লার লালমাইয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে গঠিত কুমিল্লা-১০-এর সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ২০০৮ সালের আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল ঘরে ঘরে বিদ্যুৎ যাবে ২০২১ সালে, কিন্তু বর্তমানে ৯০ ভাগের বেশি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। এখন ডিজিটাল বাংলাদেশ আর কোনো কল্পনা নয়, নিছক কোনো স্বপ্ন নয়— এখন এটা বাস্তবতা। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর মতে ২০২২-২৩ সালের মধ্যে আমরা এশিয়ার পঞ্চম টাইগার হিসেবে রূপান্তর হব। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক বিকমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রবীণ আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম শিকারপুরী, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহাদাত হোসেন তসলিম, কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন।

সর্বশেষ খবর