বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মিটফোর্ডে জব্দ দুই কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার মিটফোর্ডে অভিযান চালিয়ে দুই কোটি টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সেখানে র‌্যাব-১০ ও ঔষধ প্রশাসন অধিদফতর যৌথ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

গতকাল র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিটফোর্ড টাওয়ারের ৩য় তলায় একটি দোকানে এবং তার পাশের হাবিব মার্কেটে অভিযান চালিয়ে আরও দুটি দোকানে ক্যান্সার, হৃদরোগ এবং আইসিইউ ও সিসিইউতে ব্যবহৃত হয়— এমন ৬৯ প্রকারের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বিদেশি ওষুধ জব্দ করা হয়। এসব ওষুধে নতুন করে মেয়াদের তারিখ বসিয়ে বাজারে বিক্রিরও প্রমাণ পাওয়া যায়।

সর্বশেষ খবর