বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ওয়াসার পানি পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় পাইপের মাধ্যমে সরবরাহকৃত ওয়াসার পানির মধ্যে ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে কি না, তা পরীক্ষা করতে ৫ সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন।

কমিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইসিডিডিআরবি, ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ এবং একই বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিক্যাল সায়েন্স বিভাগের একজন করে প্রতিনিধি রাখতে  বলা হয়েছে। এ কমিটিকে আগামী ২ মাসের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর