বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাজারে এখনো ডিমওয়ালা ইলিশ

প্রজনন সময় নির্ধারণ নিয়ে ভিন্নমত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাজারে এখনো ডিমওয়ালা ইলিশ

ইলিশের প্রজনন মৌসুম শেষ হয়েছে ২২ অক্টোবর। এখনো বাজারে আসা ইলিশের বেশির ভাগই ডিমওয়ালা। এ কারণে প্রজনন মৌসুমের সময় নির্ধারণ নিয়ে দ্বিমত রয়েছে জেলে ও ব্যবসায়ীদের। ইলিশ প্রজনন মৌসুম নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে বলে দাবি মৎস্য কর্মকর্তাদের।

ইলিশের উৎপাদন বাড়াতে সরকার প্রতি বছর নানা পদক্ষেপ নিচ্ছে। এবার ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ছিল ইলিশের প্রধান প্রজনন মৌসুম। ডিমওয়াল ইলিশের নিরাপদ প্রজননের জন্য এই ২২ দিন দেশের সব নদ-নদীতে মাছ শিকার নিষিদ্ধ করে সরকার।

তবে নিষিদ্ধ সময় অতিবাহিত হওয়ার এক সপ্তাহ পরও বাজারে আসছে প্রচুর ডিমওয়ালা ইলিশ। এ অবস্থায় প্রজনন মৌসুমের সময় নির্ধারণে কিছুটা পরিবর্তন আনা উচিত বলে মনে করেন বরিশালের ইলিশ আড়তদার জহির সিকদার। প্রজনন সময় নিয়ে আরও গবেষণা দরকার বলে জানান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারী অনুষদের প্রফেসর মোহাম্মদ আলী। তবে প্রজনন সময় ঠিক মতোই নির্ধারণ করা হয়েছে বলে দাবি বরিশাল মৎস্য অধিদফতরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসের।

সর্বশেষ খবর