বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আধুনিক নগর গড়তে একগুচ্ছ প্রকল্প

অনুমোদন পেয়েছে তিনটি ♦ অপেক্ষায় আরও বেশ কিছু

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরকে আধুনিক, পরিচ্ছন্ন, অবকাঠামোগত উন্নয়ন এবং নয়নাভিরাম করে গড়ে তুলতে গুচ্ছ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে তিনটি প্রকল্পের বরাদ্দকৃত অর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদে অনুমোদনও হয়েছে। বাকি প্রকল্পগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন হয়ে প্রিএকনেক সভায় অনুমোদনের অপেক্ষায় আছে। চসিক সূত্রে জানা যায়, নগর উন্নয়নে চসিকের ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সড়ক নেটওয়ার্ক উন্নয়ন এবং বাস/ট্রাক টার্মিনাল নির্মাণ’ শীর্ষক ১ হাজার ২৩০ কোটি টাকার একটি মেগা প্রকল্প এবং ফিরিঙ্গি বাজার পরিচ্ছন্নকর্মী নিবাস প্রকল্পটি একনেক সভায় অনুমোদন পায়। তাছাড়া প্রতিদিন আড়াই হাজার মেট্রিক টন বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও হাইটেক পার্ক নির্মাণের একটি চুক্তি বিদ্যুৎ বিভাগের সঙ্গে চসিকের স্বাক্ষর সম্পন্ন হয়। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমরা নানা পরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে কিছু প্রকল্প একনেক সভায় অনুমোদন মিলছে। আরও প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করছি, আগামী এক বছরের মধ্যে কিছু প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে এর সুফল জনগণ পেতে শুরু করবে।’  তিনি বলেন, ‘নগরকে বিশ্বমানের করাই আমার মূল্য ব্রত। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব কাজ-উদ্যোগ নিয়ে যাচ্ছি। আশা করছি, আমি সফল হব।’ জানা যায়, চসিকের গ্রহণ করা প্রকল্পগুলোর মধ্যে আছে— নগর ভবন নির্মাণ, আইটি ভিলেজ, মাস্টার প্লানের সুপারিশ মতে প্রস্তাবিত নতুন সড়ক, ফিরিঙ্গি বাজার হতে বারিক বিল্ডিং পর্যন্ত ফ্লাইওভার, মুরাদপুর-ঝাউতলা-অক্সিজেন ও আকবরশাহ, রেলক্রসিংয়ের ওপর ওভার পাস, ঢাকা ও হাটহাজারীমুখী  বাসটার্মিনাল, টোল রোডের পাশে কন্টেইনার ট্রাক টার্মিনাল, নগরের গুরুত্বপূর্ণ মোড়ে ওভারপাস-আন্ডার পাস নির্মাণ, চান্দগাঁও ও লালচাঁদ রোডে বহুতল ভবন, কাঁচাবাজার আধুনিকায়ন, কিচেন মার্কেট, সেল্টার হাউস, স্পোর্টস কমপ্লেক্স, ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরি, শিশু পার্ক, কমিউনিটি সেন্টার, ব্যায়ামগার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আধুনিক কনভেনশন হল এবং জোনভিত্তিক থিয়েটার ইনস্টিটিউট নির্মাণ। এ সব পরিকল্পনা বাস্তবায়িত হলে মেগাসিটির আদলে চট্টগ্রাম নগর একটি বিশ্ব মানের নগরীতে পরিণত হবে বলে জানা যায়।

সর্বশেষ খবর