বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দেশবাসী তামাশার নির্বাচন মেনে নেবে না

—— ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি আলহাজ আবদুর রহমান বলেছেন, দেশবাসী আর কোনো তামাশার নির্বাচন মেনে নেবে না। আগামীতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হলে ঢাকা-৭ আসনে বিজয়ী হবো। গতকাল ঢাকা-৭ আসনের ইসলামী আন্দোলনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আবদুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাই ঘোষিত ১০ দফা মেনে নিলে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হবে না। দাবির মধ্যে রয়েছে তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ  ভেঙে  দেওয়া। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন। বিতর্কিত নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন এবং নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দেওয়া। নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি। গণমাধ্যমে সবাইকে সমান সুযোগ দেওয়া। রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হয়রানি বন্ধ। দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা।

সর্বশেষ খবর