বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাঠাও-এর বিরুদ্ধে আইনি নোটিস

নিজস্ব প্রতিবেদক

ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগে অ্যাপসভিত্তিক মোটরবাইক ও গাড়ি রাইড সার্ভিস প্রদানকারী কোম্পানি ‘পাঠাও’-এর বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিস প্রাপকরা হলেন পাঠাও লিমিটেড, পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন এম. ইলিয়াস ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিফাত আদনান। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা মো. আফজাল হোসেনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম গতকাল রেজিস্ট্রি ডাকযোগে এ    নোটিস  পাঠান। নোটিসে বলা হয়, পাঠাও লিমিটেড নিয়মিতভাবে তাদের চালকদের দিয়ে কৌশলে যাত্রীদের হেনস্তা করছে ও তাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। নোটিসপ্রাপ্তির তিন দিনের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে নোটিসের জবাব না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর