বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

গ্রেফতার ৬৪২ রিমান্ডে ২৮২ জন

চট্টগ্রাম বিএনপির সভাপতি শাহাদাত ঢাকায় আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, জামায়াত-শিবিরের ৬৪২ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। গতকাল তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করে পুলিশ। এদের মধ্যে থেকে ২৮২ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে ঢাকার সিএমএম আদালত। মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার অভিযান চালায়। সোমবার রাতেই পুলিশ কয়েক শ’ নেতা-কর্মীকে গ্রেফতার করে। মঙ্গলবার গ্রেফতারের সংখ্যা হাজার অতিক্রম করে। এদের বেশিরভাগই বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী। এ ছাড়া ডিএমপির প্রতিটি থানায় নতুন করে মামলা হয়। এসব মামলার বাদী পুলিশ নিজেই। নাশকতায় জড়িত থাকার অভিযোগ এনে দায়ের করা এসব মামলার আসামি করা হয়েছে বিএনপি ও জামায়াতের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের। জানা যায়, জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগের রাত থেকে গ্রেফতার অভিযান শুরু করে পুলিশ। এমনকি সমাবেশস্থলে আসতে মঙ্গলবারও জায়গায় জায়গায় বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। বন্ধ রাখা হয় বাস, লঞ্চ ও ফেরিসহ বিভিন্ন গণপরিবহন। সমাবেশের অনুমতি থাকলেও সোমবার থেকেই রাজধানীসহ সারা দেশে ব্যাপক ধরপাকড়, নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি, বাড়িতে না পেলে বাসার মহিলাদের প্রতি অশালীন কথাবার্তা বলার অভিযোগ করেছে বিএনপির নেতা-কর্মীরা। গতকাল বিভিন্ন থানা ও গোয়েন্দা কার্যালয়ের গেটে দেখা যায় মানুষের ভিড়। স্বজনদের খোঁজে তারা থানায় থানায় ভিড় করতে থাকে। গতকাল আদালতে একসঙ্গে কয়েক শ আসামি হাজির করতে যেয়ে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। স্বজনদের ভিড় সামলাতেই পুলিশকে গলদঘর্ম হতে হয়।

চট্টগ্রাম বিএনপির সভাপতি ঢাকায় গ্রেফতার : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে গতকাল ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে তার সঙ্গে থাকা যুবদল নেতা শামসুল হককেও গ্রেফতার করেছে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ইতিপূর্বে ঢাকায় গ্রেফতার চট্টগ্রামের বিএনপি নেতাদের জামিন সংক্রান্ত ব্যাপারে পরামর্শ করে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার চেম্বার থেকে বের হওয়ার পর ঢাকায় সিএমএম কোর্টের সামনে থেকে ডা. শাহাদাত হোসেন ও যুবদল নেতা শামসুল হককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ডা. শাহাদাতের বিরুদ্ধে চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ হওয়ার পর থেকে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১০টি মামলা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এর আগের আরও প্রায় ৪০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন নগর বিএনপির উপদফতর সম্পাদক ইদ্রিস আলী। এদিকে বিএনপি নেতা শাহাদাতের গ্রেফতারের ঘটনায় চট্টগ্রামের বিএনপি নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সর্বশেষ খবর