বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ৯ নভেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৯ নভেম্বর । ওই দিন বিকাল ৩টায় বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ ভর্তি পরীক্ষা শুরু হবে। গতকাল বিজ্ঞান ইউনিটের সমন্বয়কারী এবং বিজ্ঞান অনুষদের ডিনের পক্ষে এ তথ্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫শ আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩১ হাজার ৮০৪ জন। ভর্তি পরীক্ষা মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো— সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ড. শহীদুল্লাহ্ কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ এবং লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজ। উল্লেখ্য, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যাদি www.7college.du.ac.bd  ওয়েবসাইটে পাওয়া যাবে।

সর্বশেষ খবর