বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পোশাক শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

পোশাক শ্রমিকদের দায় পরিশোধ না করে উল্টো পাওনা আদায়ের দাবি করায় শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি থেকে বাঁচাতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন নাজ নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে সরকারের কাছে এ দাবি জানান আশুলিয়া নাজ নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা। পরে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। সমাবেশে বক্তারা বলেন, এই কারখানার শ্রমিকরা আজ আইনগত পাওনা থেকে বঞ্চিত। শুধু তাই নয় নিজেদের প্রাপ্ত পাওনাসহ বিভিন্ন সমস্যার প্রতিবাদ করায় শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ফলে স্বল্প বেতনে চাকরি করা শ্রমিকরা পরিবার  পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই শ্রমিকদের বাঁচাতে অবিলম্বে তাদের আইনগত পাওনা পরিশোধ করার ব্যবস্থা করতে সরকার ও পোশাক মালিকদের সংগঠনের প্রতি দাবি জানাই। নাজ নিটওয়্যারের শ্রমিক নেতা সোহেল রানার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী মাহতাব উদ্দিন, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সাবেক সমন্বয়কারী মাহাবুবুর রহমান ইসমাইল, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশের সহসাধারণ সম্পাদক নূর ইসলাম, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সদস্য সচিব শফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর