বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চীন গেছেন ৫০ নারী উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক

উইমেন এন্টারপ্রিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) সভাপতি নাসরীন ফাতেমা আউয়ালের নেতৃত্বে মঙ্গলবার ৫০ জন নারী উদ্যোক্তা চীন গেছেন। ‘আর্থ সামাজিক ও সাংস্কৃতিক পরিচিতি’ শীর্ষক কয়েকটি সেমিনারেও অংশ নেন তারা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে। প্রথম ধাপে পাঁচ দিনের এ সফর শেষে দ্বিতীয় ধাপে আরও ৫০ জন নারী উদ্যোক্তা চীন যাবেন।   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের বিভিন্ন পর্যায়ে কর্মরত নারী ও নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা। বাংলাদেশের নারী উদ্যোক্তারা সে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন এবং বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেন। এতে আরও জানানো হয়, সফরের উদ্দেশ্য হলো দেশীয় পণ্য ও পণ্যের উপকরণসমূহের বিনিময়, পরিচিতি ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিনিয়োগ, দুই দেশের সংস্কৃতি প্রসার, আর্থ-সামাজিক ও ব্যবসার ধরন প্রকাশ। এ সফর বাংলাদেশের আর্থ-সামাজিক ও সংস্কৃতি প্রসারে আরও ভূমিকা রাখবে বলে আশা করছে ওয়েব। নারী উদ্যোক্তাদের উন্নয়নে উইমেন এন্টারপ্রিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) ২০০০ সাল থেকে কাজ করছে।

সর্বশেষ খবর