শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শেকৃবির ‘ওয়েদার স্টেশন’ এখন অকেজো

শেকৃবি সংবাদদাতা

শেকৃবির ‘ওয়েদার স্টেশন’ এখন অকেজো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহায়তায় ২০১৩ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ১২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ‘মিনি ওয়েদার স্টেশন’। শিক্ষার্থীদের গবেষণায় প্রয়োজনীয় আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ডাটা সংগ্রহের জন্য স্থাপনাটি নির্মাণ করা হয়। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে স্থাপনাটি অকেজো হয়ে আছে, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ও ফার্ম ম্যানেজমেন্ট কমিটির প্রধান ড. পরিমল কান্তি বিশ্বাস বলেন, ‘ওয়েদার স্টেশনটি আমার তত্ত্বাবধানে স্থাপন করা হয়। প্রকল্পের মেয়াদ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এটি কৃষিতত্ত্ব বিভাগকে হস্তান্তর করি। এর রক্ষণাবেক্ষণে নিয়োজিত একমাত্র শ্রমিক দীপু শাহা ২০১৬ সালের নভেম্বর মাসে মারা যাওয়ার পর শেকৃবি প্রশাসন কোনো জনবল নিয়োগ করেনি। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে এই স্থাপনার হাইগ্রোমিটার, ব্যারোমিটার এবং সানশাইন রেকর্ডার সম্পূর্ণ অকেজো হয়ে আছে। এনিমোমিটার, উইন্ডভেন ও ইভাপোট্রান্সপিরেশনও প্রায় অকেজো।’

যন্ত্রগুলো মেরামত ও জনবল নিয়োগের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ড. পি কে বিশ্বাস বলেন, ‘মেরামত ও জনবল নিয়োগের জন্য মৌখিকভাবে প্রশাসনকে কয়েকবার বলার পর আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।’

মাস্টার্সে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েদার স্টেশনটি বিকল থাকায় আগারগাঁওয়ের আবহাওয়া অধিদফতর থেকে ডাটা সংগ্রহ করতে হয়। এটা অতিরিক্ত ব্যয় ও সময়সাপেক্ষ। এ বিষয়ে কৃষিতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, ‘ওয়েদার স্টেশনটি আনুষ্ঠানিকভাবে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। যে কারণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর