শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সেনাবাহিনীকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে

——— সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনীকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল সকালে চট্টগ্রামে ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে (মেকানাইজড) জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। সেনাবাহিনীর ইস্ট  বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান করেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট  জেনারেল মো. নাজিম উদ্দীন, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, চট্টগ্রামের এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান এবং পাপা টাইগার, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম। জাতীয় পতাকাপ্রাপ্তির বিরল সম্মান ও গৌরব অর্জন করায় ‘চিরঞ্জীব চল্লিশ’কে অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম এবং কর্তব্য নিষ্ঠার স্বীকৃতি হিসেবে যে পতাকা আজ আপনারা পেলেন, তার মর্যাদা রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আপনারা সব সময় প্রস্তুত থাকবেন এবং আপনাদের প্রতি জাতির এই আস্থা অটুট রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকবেন।’

এয়ার ডিফেন্স-৯ এর গ্র্যাজুয়েটদের সনদ বিতরণ : আইএসপিআর আরও জানায়, সেনাপ্রধান গতকাল চট্টগ্রামের আর্টিলারি সেন্টার ও স্কুলে অফিসার্স গানারী স্টাফ কোর্স (এয়ার ডিফেন্স)-৯ এর গ্র্যাজুয়েট অফিসারদের মাঝে ‘জি+ সার্টিফিকেট’ প্রদান করেন। অনুষ্ঠানে এই কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্য হতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী পুরস্কার, শ্রেষ্ঠ রিসার্চ পেপার পুরস্কার এবং শ্রেষ্ঠ টেকনিক্যাল প্রজেক্ট পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, কোয়ার্টার মাস্টার জেনারেল, এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া এবং উচ্চপদস্থ সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর