শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কমেছে নিত্যপণ্যের দাম খুশি ক্রেতা-বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক

কমেছে নিত্যপণ্যের দাম খুশি ক্রেতা-বিক্রেতা

এক সপ্তাহের ব্যবধানে কাঁচাবাজারে মিলছে সুখবর। তিন মাসের বেশি সময় ধরে রাজধানীর বাজারগুলোয় প্রতি কেজি ১২০ টাকার ওপরে বিক্রি হওয়া শিমের দাম কমে এখন বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। শিমসহ প্রতিটি সবজির দাম কমেছে। এক মাসের ব্যবধানে কমেছে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া ডিমের দাম। কমেছে চালের দামও। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমতে শুরু হওয়ায় খুশি ক্রেতা-বিক্রেতারা। বিক্রেতাদের দাবি, বাজারে পণ্যের সরবরাহ বেশি থাকায় দাম কমছে। আর দাম কম হওয়ায় বিক্রি বেড়েছে। তবে কমেনি সাদা সোনা খ্যাত ইলিশের দাম। গতকাল রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শিমের পাশাপাশি ফুলকপি, পাতাকপি, মুলাসহ শীতের সব সবজির দাম কম। বিক্রেতারা বলছেন, বাজারে শীতের সবজি ভরপুর থাকায় দাম কমছে। খুচরা বিক্রেতা আবুবকর জানান, এখন শীতের সব সবজিই বাজারে ভরপুর। সব ধরনের সবজির দাম কমেছে। সামনে হরতাল-অবরোধ বা ঝড়বৃষ্টি না হলে দাম আরও কমবে। গত সপ্তাহে যে ফুলকপি বিক্রি হতো ৪০ টাকায় এখন তা ২০-২৫ টাকা। লাউ প্রতি পিস ৫০, মুলার কেজি ৩০, বেগুন ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ৪০-৫০ টাকা পিস বিক্রি হওয়া পাতাকপি ৩০ টাকায় নেমে এসেছে। কমেছে কাঁচা মরিচের দামও। দোকানে ৮০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হলেও ভ্যানে বিক্রি হচ্ছে ৬০ টাকা। টমেটোর দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে গাজরের দাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর