শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আমিরাত যাচ্ছেন সেনাপ্রধান

চীনে বিমানবাহিনীর প্রধান

নিজস্ব প্রতিবেদক

তিন দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আগামীকাল ইউএইর উদ্দেশে ঢাকা ছাড়বেন সেনাপ্রধান। সফর শেষে তিনি ১৪ নভেম্বর দেশে ফিরবেন।

আইএসপিআর জানায়, সফরকালে তিনি ইউএইর সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও ল্যান্ড ফোর্সেস কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়াও সেনাপ্রধান আল-হামরা কম্ব্যাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করবেন। জেনারেল আজিজ আহমেদ প্রথম বাংলাদেশি সেনাপ্রধান যিনি সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে সফরে যাচ্ছেন। সেনাপ্রধানের এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে। এদিকে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ১০ দিনের সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন। চীন সফরকালে বিমান বাহিনী প্রধান পঞ্চম ইন্টারন্যাশনাল মিলিটারি ফ্লাইট অ্যান্ড ট্রেনিং কনফারেন্সে অংশ নেন। পরে তিনি পিএলএ এয়ার ফোর্সের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সর্বশেষ খবর