শিরোনাম
রবিবার, ১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ছাদ থেকে ফেলে দিয়ে যুবকের পা ভাঙল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকায় মোহাম্মদ মামুন (৪০) নামে এক যুবককে আটকের পর ছাদ থেকে ফেলে দিয়ে পা ভেঙে দিয়েছে পুলিশ। মামুন এখন পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্বজনদের অভিযোগ, প্রায় সপ্তাহখানেক পার হলেও এখনো পর্যন্ত তাকে গ্রেফতার দেখানো হয়নি। এতে বেশ আতঙ্কিত তারা। তার বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে বলেও জানা গেছে। ঢামেক সূত্রে জানা গেছে, ঐক্যফ্রন্টের সমাবেশের আগে গত ৩ নভেম্বর সকালে বংশালের টেকেরহাটে মামুনের বাড়িতে সাদা পোশাকের পুলিশ গ্রেফতার অভিযান চালায়। মামুন বংশাল থানা বিএনপির সাধারণ সম্পাদক। পুলিশ তাকে ধাওয়া দিয়ে বাসার ছাদ থেকে ফেলে দিলে তার দুই পা ভেঙে যায়। ঘটনার প্রায় দুই ঘণ্টা মাটিতে পড়ে থাকার পর পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের পুরান বিল্ডিংয়ের ৩ তলার ৮৯ নম্বার কেবিনে ভর্তি করা হয়। ওই সময় থেকেই তার কেবিন ও আশপাশে সাদা পোশাকে পুলিশ কড়া নজরদারির মধ্যে রাখে।

সর্বশেষ খবর