রবিবার, ১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

১২ হাজার ডাস্টবিন দেবেন মেয়র

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ডাস্টবিন বিতরণ করবেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল সকালে নগরীর লক্ষ্মীপুর মোড়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রথম ধাপে ১২ হাজার ডাস্টবিন বিনামূল্যে ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হবে। আপনারা আপনাদের ময়লা-আবর্জনা নির্দিষ্ট     ডাস্টবিনে সংরক্ষণ করবেন। সিটি করপোরেশনের কর্মীরা সেগুলো নিয়ে যাবে। তিনি আরও বলেন, আগামী বছরের জানুয়ারি মাসের শুরুতে রাজশাহীকে ময়লা-আবর্জনা ও পলিথিন মুক্ত শহর হিসেবে ঘোষণা করতে চাই। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কার্যক্রম চলছে।

সর্বশেষ খবর