সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

খুলনা হবে জলাবদ্ধমুক্ত নগরী : মেয়র খালেক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, অপরিকল্পিত নগরায়ন কারও কাম্য নয়। অপরিকল্পিতভাবে ইমারত নির্মাণের ফলে নগরবাসী উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পাচ্ছেন না। এ কারণে জলাবদ্ধতা দূরীকরণে ভরাটকৃত খাল পুনরুদ্ধার ও ড্রেন প্রশস্ত করে সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হবে। সিটি মেয়র গতকাল নগর ভবনে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সিটি মেয়র কলকাতার উদাহরণ টেনে বলেন, কয়েক বছর আগেও কলকাতা ছিল অগোছালো ও অপরিচ্ছন্ন। কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আজ কলকাতা পরিচ্ছন্ন ও সুন্দর নগরীতে পরিণত হয়েছে। আমরাও আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর বাসযোগ্য নগরী রেখে যেতে চাই। বিআইপি-খুলনা চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন কেসিসির প্যানেল মেয়র মো. আলী আকবর টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা।

 

সর্বশেষ খবর