সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে অপসারণ অবৈধ বিলবোর্ড

গাজীপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে জেলার বিভিন্ন স্থানে প্রার্থীদের গুণকীর্তন সংবলিত সব প্রকার অবৈধ বিলবোর্ড, ব্যানার, নির্বাচনী পোস্টার, দেয়াল লিখন, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা অপসারণ কাজ শুরু করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের নির্দেশে গতকাল সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে এ অপসারণ কাজ শুরু হয়।

জানা গেছে, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, তানভীর আল নাসিফ, কাউছার আহাম্মেদ গতকাল গাজীপুর শহরের রাজবাড়ী সড়ক, চান্দনা চৌরাস্তা, টঙ্গী এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ ছাড়া শ্রীপুর, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসাররা ওইসব উপজেলার বিভিন্ন স্পটে প্রচারণাসামগ্রী অপসারণের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া সকালে কাপাসিয়া বাজার এলাকা ও সড়কের অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়।

সর্বশেষ খবর