সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুবলীগ নেতা তুহিন গ্রেফতার পরে জামিনে মুক্ত

মোহাম্মদপুরে দুই কিশোর হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মোহাম্মদপুর ও আদাবরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গাড়িচাপায় দুই কিশোরের মৃত্যুর ঘটনায় আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পুলিশ সাভার থেকে গ্রেফতার করে তুহিনকে। তবে গতকাল আদালত থেকে জামিন পেয়েছেন তুহিন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের অনুসারী হিসেবে পরিচিত আরিফুর রহমান তুহিন গত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন। মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দীন মীর জানান, ফৌজদারি আইনের ৩০৪ ধারায় দায়ের করা ওই মামলায় অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।  তুহিনকে গ্রেফতার করার পর তিনি আদালত থেকে জামিন পেয়েছেন। ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং ওই আসন থেকে এবার মনোনয়নপ্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে শনিবার কয়েক দফা সংঘর্ষ হয়। নবোদয় হাউজিং, আদাবরের ১০ ও ১৬ নম্বর সড়ক, শম্পা মার্কেট এলাকা এবং উত্তর আদাবরের সুনিবিড় হাউজিংয়ে ওই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে নবোদয় হাউজিংয়ের লোহার গেটের কাছে সংঘর্ষের মধ্যে একটি পিকআপ ভ্যানের চাপায় আরিফ (১৫) ও সুজন (১৭) নামে দুই কিশোরের  মৃত্যু হয়। পরে নিহত আরিফের বাবা ফারুক হোসেন বাদী হয়ে শনিবার রাতেই একটি মামলা করেন। শনিবার নৃশংস ওই ঘটনার পর সাদেক খান অভিযোগ করেন, যুবলীগ  নেতা তুহিনের নেতৃত্বে তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়। তবে অভিযোগ অস্বীকার করে তুহিন বলেন, বর্তমান সংসদ সদস্যের লোকজনের ওপর কারা হামলা চালাতে পারে, এটা পরিষ্কার। তারা জামায়াত-শিবির-বিএনপির লোক। তারা আওয়ামী লীগের লেবাস পরে পরিস্থিতিকে অস্থিতিশীল করতে মাঠে নেমেছে।

সর্বশেষ খবর