সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আব্বাসের বিরুদ্ধে দুদকের মামলা চলতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে দুদকের দায়ের করা মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাই কোর্ট। এর ফলে মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। গত ২২ অক্টোবর শুনানিতে আসামিপক্ষের কেউ উপস্থিত ছিলেন না। মামলাটি সেদিন সরাসরি খারিজ হলে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আনসাইন আদেশ রি-কল করা হয়। গত বৃহস্পতিবার আসামিপক্ষের আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানি করলে রায়ের জন্য ধার্য ছিল। গত ৪ অক্টোবর অ্যাডভোকেট মো. নুরুল হুদা হলফনামা করে মামলা বাতিলের আবেদন করেছিলেন।

সর্বশেষ খবর