সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মইনুলের যথাযথ চিকিৎসা কেন নয় : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর কারাগার থেকে ঢাকায় এনে উপযুক্ত চিকিৎসার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই রুল জারির আদেশ দেয়। আগামী এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন), কারা কর্তৃপক্ষ ঢাকা, কারা কর্তৃপক্ষ রংপুর, সিভিল সার্জন ঢাকা, সিভিল সার্জন রংপুর ও জেলা প্রশাসককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে ব্যারিস্টার মইনুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট আবদুর রহিম। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক। এর আগে ৮ নভেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে আগামী রবিবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। রংপুর কারা কর্তৃপক্ষ ও রংপুর মেডিকেল কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতের নির্দেশ অনুসারে প্রতিবেদন গতকাল দাখিল করা হয়েছে। ওই প্রতিবেদনের ওপর শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করা হয়েছে।

সর্বশেষ খবর