মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সম্মানিত হলেন সেরা করদাতারা

প্রতিদিন ডেস্ক

সম্মানিত হলেন সেরা করদাতারা

চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম জেলা ও নগরের ৩৯ জনকে সেরা করদাতার সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে নগরের একটি কনভেনশন হলে কর বিভাগ এ সম্মাননা দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কমিশনার মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপিল ও অব্যাহতি) রওশন আরা আক্তার, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও চট্টগ্রাম উইম্যান চেম্বারের সিনিয়র সহসভাপতি আবিদা মোস্তফা। খুলনা : সেরা ৭৭ জন করদাতাকে সম্মাননা প্রদান করেছে কর অঞ্চল, খুলনা। গতকাল নগরীর অভিজাত হোটেলে সেরা করদাতাদের সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। কর অঞ্চল, খুলনার কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন জাতীয় রাজম্ব বোর্ডের সদস্য কালীপদ হালদার, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, কর আপিল অঞ্চল, খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায় প্রমুখ।

রাজশাহী : চলতি ২০১৭-১৮ করবর্ষে আনুষ্ঠানিক সম্মাননা পেলেন রাজশাহীর সেরা ৪২ করদাতা। গতকাল দুপুরে রাজশাহীর সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী কর অঞ্চল। রাজশাহীর কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এবার দীর্ঘসময় ধরে আয়কর প্রদান, চলতি কর বর্ষে সর্বোচ্চ আয়কর প্রদান, সর্বোচ্চ নারী ও তরুণ করদাতা ক্যাটাগরিতে রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা ও নওগাঁ জেলায় সাতজন করে সম্মাননা পেলেন মোট ৪২ জন। অন্যদিকে, রাজশাহী জেলায় সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন— গোদাগাড়ীর রাজাবাড়ী বিয়ানাবোনা এলাকার মনিরুল ইসলাম, চারঘাটের মুক্তারপুরের কাজী মাহমুদুল হাসান এবং বাগামারার ভবানীগঞ্জের আবদুস সোবাহান। বরিশাল : বরিশালে এবার চারটি ক্যাটাগরিতে ৪৯ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। কর অঞ্চল বরিশালের উদ্যোগে গতকাল নগরীর একটি অভিজাত হোটেলে সর্বোচ্চ কর প্রদানকারী তিনজন, দীর্ঘ সময় কর প্রদানকারী দুজন, মহিলা কর প্রদানকারী একজন এবং তরুণ কর প্রদানকারী একজন ক্যাটাগরিতে বিভাগের ছয় জেলা থেকে ৪৯ জনকে এই সম্মাননা দেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আরিফা শাহানার সভাপতিতে অনুষ্ঠানে বক্তৃতা করেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। রংপুর : দেশের উন্নয়নের অংশীদার হতে সবাইকে যথাযথ আয়কর দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। গতকাল দুপুরে রংপুর কর অঞ্চল আয়োজিত সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। অনুষ্ঠানে ২০১৭-১৮ করবর্ষে রংপুর সিটি করপোরেশন এলাকা থেকে সর্বোচ্চ কর প্রদানকারীর সম্মাননা পদক গ্রহণ করেন- সাবা পারভীন আশরাফি, তৌহিদ হোসেন আশরাফি, ফাহাদ মাহমুদ, ইয়াসমিন চৌধুরী রসূল ও মোতাজ্জেরুল ইসলাম মিঠু এবং দীর্ঘ সময় কর প্রদানকারীর সম্মাননা নেন মগরেব আলী, প্রদীপ কুমার বণিক। এ ছাড়াও রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিহাট ও কুড়িগ্রাম জেলা থেকে আগত ৫৭ জনকে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতার সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। বগুড়া : কর অঞ্চল বগুড়ার আয়োজনে আয়কর মেলা উপলক্ষে ২৮ জন সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় বগুড়ার শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে কর অঞ্চল বগুড়া। কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলার ২৮ জন করদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর