মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

যাত্রীসেবা চালুর আগেই ত্রুটি অপসারণের দাবি

খুলনা আধুনিক রেলস্টেশন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

যাত্রীসেবা চালুর আগেই ত্রুটি অপসারণের দাবি

খুলনায় আধুনিক রেলস্টেশনে যাত্রীসেবা চালুর আগেই নিচু প্লাটফর্মের দুর্ভোগসহ সব ত্রুটি অপসারণের দাবি জানিয়েছে বিভিন্ন নাগরিক সংগঠন। গতকাল এ দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। একই দাবিতে আজ রেল স্টেশন এলাকায় অবস্থান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জানা গেছে, নতুন রেলস্টেশনে প্লাটফর্ম থেকে ট্রেনের মেঝে ২৩ ইঞ্চি বা প্রায় দুই ফুট উঁচুতে। ফলে ট্রেনে উঠতে দুর্ভোগে পড়তে হবে যাত্রীদের। এ ছাড়া রেললাইনে পাথরের পরিবর্তে ইটের টুকরা ও ছাদভাঙা বর্জ্য ব্যবহার করা হয়েছে। ব্যবহূত কাঠের স্লিপারও নিম্নমানের। নাগরিক নেতা শেখ আশরাফ-উজ-জামান বলেন, নামে আধুনিক রেলস্টেশন হলেও এখানে নানা কাজে ত্রুটি রয়েছে। যেনতেনভাবে নির্মাণ কাজ শেষ করে হস্তান্তর করা যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর