মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

৭ দিনের তদন্ত শেষ হয়নি ১৭৫ দিনেও!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বাইজিদ ইমন, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষার উত্তরপত্র চুরি ও পুড়িয়ে ফেলার ঘটনায় ১৭৫ দিনেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তিন সদস্যের কমিটি। এতে হতাশ হয়েছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ মে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে উত্তরপত্র চুরি ও পোড়ানোর ঘটনা ঘটে। ঘটনার পরদিনই তিন সদস্যের কমিটি দিয়ে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২২ মে নির্ধারিত সেই সময় শেষ হলে প্রতিবেদন জমা না হওয়ায় আবার ১৪ কার্যদিবস পর্যন্ত সময় বাড়িয়ে নেয় তদন্ত কমিটি। সে সময়ও শেষ হওয়ার পর ফের ২ সপ্তাহ পর্যন্ত সময় বাড়ানো হয়। দুই দফা সময় বাড়িয়ে দেওয়ার পরও এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, ‘একটা বিষয়ের একটা জায়গায় আমাদের শনাক্ত করার বাকি আছে। কী বিষয় তা এখন বলছি না। এটা ছাড়াই আমরা তদন্ত রিপোর্ট তৈরি করেছিলাম। কিন্তু আমাদের মনে হয়েছে ও জায়গা একটু দেখতে হবে। আশা করি আর অল্প কিছু দিনের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর