মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিকল্পধারার মনোনয়ন ফরম বিতরণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

বিকল্পধারার মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে আজ। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আজ বিকাল ৩টায় বিকল্পধারার প্রার্থী মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন জানিয়েছেন, ফরমের মূল্য ১ হাজার টাকা এবং ফরম জমা দেওয়ার সময় ২০ হাজার টাকা দিতে হবে। প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে ২৩ ও ২৪ নভেম্বর। বিকল্পধারার নতুন নির্বাচনী কার্যালয়ে নির্বাচনসংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করা হবে।

আজ জেএসডির মনোনয়ন ফরম বিক্রি শুরু : আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। গতকাল জেএসডি সভাপতি  আ স ম  আবদুর রবের রাজধানীর উত্তরার বাসভবনে পার্লামেন্টারি বোর্ডের সভায় এ সিদ্বান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ১০টা থেকে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নের আবেদন ফরম বিক্রি ও গ্রহণ চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। ১৬ নভেম্বর সকাল ১১টা থেকে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ওই দিন বাছাইকরা প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র ও প্রতীক বরাদ্দের পত্র দেওয়া হবে। সভায় বোর্ডের সদস্য আবদুল মালেক রতন, এম এ গোফরান, মিসেস তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর