মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ৬ দফা খুলনা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মিথ্যা ‘গায়েবি’ মামলায় হয়রানি বন্ধ, গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের মুক্তিসহ ৬ দফা দাবি জানিয়েছে খুলনা বিএনপি। নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ গড়ে তুলতে প্রতীক বরাদ্দের আগে মিছিল-শোডাউন ও মোটরসাইকেল মহড়া বন্ধ, পাড়া-মহল্লায় দলীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। গতকাল খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সভা শেষে লিখিতভাবে এসব দাবির কথা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এ সময় নির্বাচনে নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা ও বিতর্কিত মতাদর্শ ব্যক্তিকে ভোট গ্রহণের কাজে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার হিসেবে নিয়োগ না করার দাবি জানানো হয়। এসব দাবি আদায়ে বুধবার রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসক বরাবর বিএনপির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হবে।

এর আগে আজ (মঙ্গলবার) দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু ও এস এম আসাদুজ্জামান মুরাদ।

সর্বশেষ খবর