মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিক শিমুল হত্যা মামলায় মিরুর জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বরখাস্ত মেয়র হালিমুল হক মিরুকে দেওয়া হাই কোর্টের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে শিমুলের স্ত্রীর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আবদুল মতিন খসরু ও রুহুল কুদ্দুস কাজল। মিরুর পক্ষে ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন এবং এ এম আমিন উদ্দিন। রুহুল কুদ্দুস কাজল পরে সাংবাদিকদের বলেন,  হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগ আগামী দুই সপ্তাহের মধ্যে লিভ টু আপিল করতে বলেছে। ২৬ নভেম্বর সেটি আপিলের কার্যতালিকায় আসবে। আর জামিন স্থগিত করায় মেয়র মিরু মুক্তি পাচ্ছেন না। মিরুর জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ৪ নভেম্বর হাই কোর্টের একটি বেঞ্চ রায় দেয়। সেই রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম। চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায়।

গত বছর ২ ফেব্রুয়ারি মিরুর ভাই পিন্টুর সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের সময় খবর সংগ্রহ করতে গিয়ে শটগানের গুলিতে আহত হন সাংবাদিক শিমুল। পরে তিনি মারা যান। এ ঘটনায় শিমুলের স্ত্রী মেয়র মিরুসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। ১৩ জুন আদালত অভিযোগপত্র গ্রহণের পর মিরুকে মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সর্বশেষ খবর