মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

একদিন পরই দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনে শেষ হয়েছে শেয়ারবাজারের  লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে কমেছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৩৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০২ ও ১৮৫৫ পয়েন্টে। ডিএসইতে ৫১৮  কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫২৭ কোটি টাকার। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে ৯৬টি বা ২৮.৬৬ শতাংশ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২০৩টি বা ৬০.৬০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি বা ১০.৭৪ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে  লেনদেনের শীর্ষে ছিল এসকে ট্রিমস, কাট্টালি টেক্সটাইল, খুলনা পাওয়ার, স্কয়ার ফার্মা, ইনটেক, বেক্সিমকো, পেনিনসুলা, বিবিএস  কেবলস, শাশা ডেনিমস এবং ইফাদ অটোস। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে  শেয়ার দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। সিএসইতে মোট ২৫ কোটি ২৫ লাখ টাকার  শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর