মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রক্সির মাধ্যমে মেধা তালিকায়, পুলিশে সোপর্দ শিক্ষার্থীকে

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) স্নাতক সম্মানে প্রক্সির মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়ে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০১৮-১৯ সেশনের ভর্তি কমিটির সদস্যসচিব জহীর উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শাবির ‘বি’ ইউনিটে মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি সাক্ষাৎকারের সময় গতকাল ৩৫৩তম হওয়া রাসিক মারজান নামের এক শিক্ষার্থী এইচএসসির নকল সনদ নিয়ে ভর্তি হতে আসেন। এ সময় ভর্তি কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসিক জালিয়াতির কথা স্বীকার করেছেন।

সর্বশেষ খবর