মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাবিতে দুটি বিভাগকে একীভূতকরণের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে একীভূত করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। গতকাল ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন বিভাগের শিক্ষার্থীরা। এর আগে রবিবারও এই দাবিতে দিনব্যাপী অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন তারা। এদিন শিক্ষার্থীরা উপাচার্য, প্রকৌশল অনুষদের অধিকর্তা ও বিভাগের সভাপতি বরাবর একটি স্মারকলিপি দেয়। শিক্ষার্থীরা জানান, দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যুগের চাহিদার সঙ্গে মিল রেখে ফলিত পদার্থবিজ্ঞানকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পরিবর্তন করা হয়েছে।

সর্বশেষ খবর