মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

জেলার সোহেল রানার বিষয়ে তদন্ত কমিটির কার্যক্রম শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি

মাদক ও টাকাসহ আটক চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলমের নেতৃত্বে চার সদস্যের তদন্ত দল ভৈরবে আসে। কমিটির অপর সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের যুগ্ম সচিব সৈয়দ বেলাল হোসেন, উপ সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. ইকবাল হাসান। তারা ভৈরব রেলওয়ের রেস্ট হাউসে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্নজনের বক্তব্য গ্রহণ করেন। কার্যক্রম শেষে তদন্ত দলের প্রধান যুগ্ম সচিব মনিরুল আলম সাংবাদিকদের জানান, ঘটনার সময় উপস্থিত পুলিশ সদস্য ও মামলার বাদী, রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য নিয়েছি। আজ অভিযুক্ত জেলারের বক্তব্য নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার এফডিআর, ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও ১২ বোতল ফেনসিডিলসহ রেলওয়ে পুলিশ গ্রেফতার করে। ঘটনার পর কারা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে।

সর্বশেষ খবর