মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

১৯ দেশের কূটনীতিকদের পরিস্থিতি জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা এবং দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের অবহিত করেন বিএনপি নেতারা। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, জার্মানি, ইন্দোনেশিয়া, মরক্কো, সুইডেন, পাকিস্তানের পলিটিক্যাল সেক্রেটারি, তুরস্ক, স্পেন, ভিয়েতনাম, নরওয়ে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ার উপ-রাষ্ট্রদূতসহ মোট ১৯টি দেশ ও সংস্থার কূটনীতিক ও প্রতিনিধিরা অংশ নেন। বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ  রায়, ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ  চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ উপস্থিত ছিলেন।

কূটনীতিকদের সঙ্গে বসার আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কারাগারে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। কারাগার থেকে বেরিয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতির কথা জানান মির্জা ফখরুল। সে বিষয়টিও কূটনীতিকদের অবহিত করা হয় বলে জানা যায়।

সর্বশেষ খবর