মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে ‘জরাজীর্ণ’ ভোট কেন্দ্র প্রস্তুত

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ‘জরাজীর্ণ’ বা আংশিক বিভিন্ন ভোট কেন্দ্র সংস্কারের কাজ প্রায় শেষ হয়েছে। ইতিমধ্যে অনেক উপজেলায় কাজ শেষ হয়েছে। আজ-কালের মধ্যে আংশিক সংস্কার কাজ শেষ করে চূড়ান্ত তালিকা জেলা প্রশাসকের বরাবরে পাঠাবে উপজেলা প্রশাসন। পাশাপাশি একাদশ জাতীয় নির্বাচনকে সফল করতে ব্যাপক কর্মপরিকল্পনাও হাতে নিয়েছে প্রশাসন। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের জন্য ইতিমধ্যে ভোটার ও ভোট কেন্দ্রের তালিকাও প্রকাশ করা হয়েছে। জানা যায়, গত ২১ অক্টোবর জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত একটি চিঠি দিয়েছিল তালিকায় উল্লিখিত ১৯টি ‘জরাজীর্ণ’ ভোট কেন্দ্র দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে। এ নির্দেশনা নির্বাচন অফিস, শিক্ষা প্রকৌশল অধিদফতর ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে দ্রুত সময়ের মধ্যে পরিদর্শন করে সংস্কারযোগ্য ভোট কেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু-সুন্দরভাবে শেষ করতে বিভিন্ন উপজেলায় অবকাঠামোগত ১৯টি ভোট কেন্দ্র আংশিক সংস্কার করে ভোট গ্রহণের উপযোগীর কাজ চলছে। ইতিমধ্যে অনেক উপজেলায় কাজও শেষ হয়েছে। বাকিগুলো দ্রুত শেষ হচ্ছে বলেও জানান চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং অফিসার মোহাম্মদ ইলিয়াছ            হোসেন। নির্বাচন অফিস সূত্র জানায়, চট্টগ্রামে ১৬টি নির্বাচনী আসনে ১ হাজার ৮৯৯টি ভোট কেন্দ্র রয়েছে। কক্ষ সংখ্যা ১০ হাজার ৬৮৩টি। এর মধ্যে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ১০৪টি, চট্টগ্রাম-২ ফটিকছড়িতে ১৩৬টি, চট্টগ্রাম-৩ সন্দ্বীপে ৭৯টি, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডে ১০৮টি, চট্টগ্রাম-৫ হাটহাজারীতে ১৪০টি, চট্টগ্রাম-৬ রাউজানে ৮৪টি, চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়ায় ৯৬টি, চট্টগ্রাম-৮ বোয়ালখালীতে ১৭০টি, চট্টগ্রাম-৯ কোতোয়ালিতে ১৪৪টি, চট্টগ্রাম-১০ হালিশহর-ডবলমুরিংয়ে ১১৭টি, চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গায় ১৪৩টি, চট্টগ্রাম-১২ পটিয়ায় ১১১টি, চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীতে ১০৬টি, চট্টগ্রাম-১৪ চন্দনাইশে ১০৪টি।

 চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ায় ১৪৭টি এবং চট্টগ্রাম-১৬ বাঁশখালীতে ১১০টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

 জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের পাঠানো চিঠির আলোকে জেলা নির্বাচন অফিস চট্টগ্রাম থেকে ইতিমধ্যে আংশিকভাবে ১৯টি ভোট কেন্দ্রের নাম সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। আরও কিছু ভোট কেন্দ্রের বিষয়ে খোঁজখবর নিচ্ছে নির্বাচন অফিস। এ ছাড়াও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মিলে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর