শিরোনাম
মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাড্ডায় মাছ ব্যবসায়ীরা আতঙ্কে

মাদক সন্ত্রাসীদের হুমকি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় মাদক ব্যবসায়ীদের হুমকির মুখে রয়েছেন মাছ ব্যবসায়ীরা। ভুক্তভোগীরা এ ঘটনায় মামলা করলেও পুলিশ আসামিদের ধরছে না বলে অভিযোগ করা হয়েছে। মাছ ব্যবসায়ীদের অভিযোগ, আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে। বিষয়টি একাধিকবার জানানো হলেও পুলিশ তাদের ধরছে না। মাছ ব্যবসায়ী সূত্রে জানা গেছে, মাসখানেক আগে পূর্ব বাড্ডা কবরস্থানের পাশে জিহাদ বহুমুখী মৎস্য প্রকল্পে মাদক বিক্রি করছিল সাইফুল ইসলাম ও তার লোকজন। প্রকল্পের মাছ ব্যবসায়ীরা এতে বাধা দিয়ে মাদক বিক্রেতাদের পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। কিন্তু পরে আদালত থেকে ওই মাদক সন্ত্রাসীরা জামিনে বের হয়ে আসে এবং দলবল নিয়ে মাছ ব্যবসায়ীদের খামারে হামলা চালায়। হামলায় ৩/৪ জন আহত হয়েছিলেন। সন্ত্রাসীরা খামারের ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা করা হয়েছিল (মামলা নং-৯)।  মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই ঘটনার প্রেক্ষিতে প্রকল্পের লোকজনদের সঙ্গে বিরোধ চলছিল। এর সূত্র ধরে গত ৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফেরার পথে পূর্ব বাড্ডার ইউসুফ স্কুলের সামনে মৎস্য প্রকল্পের স্টাফ বশির হাওলাদারের ওপর অতর্কিত হামলা করে সাইফুল, আমেনা ও মিরাজ। বশিরকে তারা বেধড়ক মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় বশির প্রাণ বাঁচাতে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরদিন রাত ৩টার দিকে আবারও তারা মাছের খামারে গিয়ে হামলা করে। তাদের হামলায় খামারের নৈশপ্রহরীরা গুরুতর আহত হন। পরে ওই হামলাকারীরা খামারের নেটে স্টকে থাকা এক লাখ ২০ হাজার টাকার ১০ মণ মাছ লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা খামারের বাঁশের তৈরি ছাউনি ঘরে আগুন লাগায়। আগুনে খামারের অন্তত ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন আছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর