বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মানবিক চেতনা নিয়ে কাজ করতে হবে

——— ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, মানবিক চেতনা নিয়ে সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে। শ্রেণিবিভেদ নিয়ে ভাবলে হবে না। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের উদ্যোগ মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান এবং মো. নুরুল ইসলাম স্মৃতি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. এনামউজ্জামান,  কোষাধ্যক্ষ ড. মো. কামাল উদ্দীন, কবি রুবি ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহজাহান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর