বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঐক্যবদ্ধ নির্বাচন নিয়ে কাদেরের সঙ্গে বিকল্পধারার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বিকল্পধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের নেতারা গতকাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান ও যুগ্মমহাসচিব মাহী বি চৌধুরী উপস্থিত ছিলেন। বিকল্পধারা আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে আসন সমঝোতা করে ভোট করতে চায়। বৈঠক শেষে বিকল্পধারার যুগ্মমহাসচিব মাহী বি চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বিকল্পধারা জন্মের পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করেনি, বিএনপির বিরুদ্ধেও করেনি। আমরা বাংলাদেশের পক্ষে রাজনীতি করেছি। আমরা নির্বাচনে যাচ্ছি, এটা নিশ্চিত। জোটগত নির্বাচন অসম্ভব নয়, এটুকু বলব। আমরা ১৪ দলে আসছি না, মহাজোটের বিষয়ে আলোচনা করেছি।’ তিনি বলেন, ‘খুব শিগগির আনুষ্ঠানিক আলোচনা শুরু করব। যুক্তফ্রন্ট ও ১৪ দলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা যেন শুরু হয়, সে প্রক্রিয়া আজ (গতকাল) শুরু হলো।’

বৈঠকসূত্র জানান, বৈঠকে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান নোয়াখালী সদর আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে ভোট করার কথা জানান। তবে এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হয়নি।

সর্বশেষ খবর