বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
১৯৮৬ মনোনয়ন ফরম বিক্রি

জাপার রিজার্ভ ভোট জয় পরাজয়ে ভূমিকা রাখবে

———— জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, প্রতিটি আসনেই জাতীয় পার্টির রিজার্ভ ভোট আছে এবং তারাই জয়-পরাজয়ে মূল ভূমিকা রাখবে। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি থাকলে প্রতিটি আসনে মহাজোটের প্রার্থীর বিজয়ের পথ সহজ হবে। জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গতকাল পর্যন্ত পার্টির ১ হাজার ৯৮৬টি ফরম বিক্রি হয়েছে। জাপার বনানী কার্যালয় গতকালও বিপুলসংখ্যক নেতা-কর্মীর পদচারণায় মুখরিত ছিল। ঢাকা-৫ থেকে মনোনয়নপ্রত্যাশী প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ তার নিজ এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে জাপার বনানী কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। এরপর গাজীপুর-৫ (কালিগঞ্জ) থেকে দলের প্রেসিডিয়াম সদস্য আজম খানের স্ত্রী রাহেলা পারভীন শিশিরের সমর্থনে এবং ঢাকা-৬ ও নারায়ণগঞ্জ-২ থেকে জাতীয় যুবসংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সমর্থনে বর্ণাঢ্য মিছিল নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ ছাড়া গতকাল জি এম কাদের ঢাকা-১৮,  প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার জামালপুর-১, মাসুদ পারভেজ সোহেল রানা দিনাজপুর-৬, হাফিজউদ্দিন ঠাকুরগাঁও-৩, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ঢাকা-৭, সৈয়দ দিদার বখত সাতক্ষীরা-১, রত্না আমিন হাওলাদার বরিশাল-৬, দলের যুগ্ম-মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী টাঙ্গাইল-৮, নোমান মিয়া মুন্সীগঞ্জ-২, এ কে এম আশরাফুজ্জামান খান সোনারগাঁও-৩, সুমন আশরাফ কুষ্টিয়া-৪, মনিরুল ইসলাম মিলন চাঁদপুর-৪, সৈয়দ ইফতেখার আহসান কুমিল্লা-১, মিজানুর রহমান মিরু মানিকগঞ্জ-২ এবং সালাউদ্দিন মুক্তি এমপি ময়মনসিংহ-৮ আসন থেকে তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জি এম কাদের বলেন, যত দ্রুত সম্ভব মহাজোটের আসন বণ্টন শেষ হবে। চুলচেরা বিশ্লেষণে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। পরিদর্শনে এসে পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি মহাজেটে থেকেই নির্বাচনে অংশ নেবে। আলাপ-আলোচনার মাধ্যমে দু-এক দিনের মধ্যেই মহাজোটের আসন বণ্টন চূড়ান্ত হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আশা করছি শরিক দলগুলো প্রত্যাশা অনুযায়ী আসন পাবে। তবে সব কিছুই আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর